সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮
সিলেট :: বাংলাদেশ এগ্রো প্রসেসরেস এসোসিয়েশন (বাপা) ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) এর উদ্যোগে ২দিনব্যাপী কর্মশালা গতকাল ১১ মার্চ রবিবার সম্পন্ন হয়েছে।
সিলেট নগরীর একটি হোটেলে ‘কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন কলা কৌশল’ এর উপর দ’ুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় শনিবার।
শিল্প মন্ত্রণালয় আওতাধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ প্রশিক্ষণ কর্মসূচীতে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।
এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিলেটের ডিডি আবুল হাসেম। উপস্থিত ছিলেন, বাপা সচিব জনাব তৈয়বুর রহমান,সিনিয়র রিসার্চ অফিসার এনপিও এটিএম মোজাম্মেল হক,বাপা সিলেট এর উপ-সচিব শাহনাজ বেগম পান্না, নির্বাহী গবেষক এস এম নুরুজ্জামান মানিক।
এর আগে শনিবার উদ্বোধনী সভায় রাখেন শিল্প মন্ত্রণালয়ের এনপিও পরিচালক (যুগ্ম সচিব) এসএম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাসেম, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি এর পরিচালক হিজকিল গুলজার। এছাড়াও বাপার সদস্য, বিসিক এর কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রশিক্ষণ প্রদান করেন।
২দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৭০জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd