সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পাথর কোয়ারিসমূহে পাথর গর্ত ধসে শ্রমিক মৃত্যুর মিছিল যেন থামছে না। শনিবার জাফলংয়ে পাথর কোয়ারির গর্ত চাপায় বাবুল খা (৪০ ) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ মাসে ৫৪ পাথর শ্রমিকের মৃত্যু ঘটল।
নিহত শ্রমিক বাবুল খা নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের আশু খার পুত্র। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে জাফলংয়ের লন্ডনীবাজার মসজিদের পাশে নিপেন্দ্র, হারুন ও ইউসুফের পাথর তোলার গর্তে কাজ করছিল তারা। এ সময় গর্ত ধসে এক শ্রমিকের মৃত্যু এবং আরো একজন আহত হয়।
গোয়াইনঘাট থানার ওসি(তদন্ত) হিল্লোল রায় জানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd