কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের যথাযথ বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিবাহ নিরোধ, পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখাসহ নানা কাজের স্বীকৃতি স্বরুপ তাকে সেরা উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন করা হয়।

বুধবার নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়াম হল রুমে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম তার হাতে সেরা ইউএনও’র ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। এসময় জেলা প্রশাসক নুমেরী জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (মহা-পরিচালক, উপ-আঞ্চলিক সহযোগিতা কেন্দ্র) সুব্রত রায় মৈত্র উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

মুহাম্মদ আবুল লাইছ গত বছরের ২৬ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন।

Manual4 Ad Code