সিলেট ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে ৯ বছরের শিশুকন্যা নাসরিন আক্তারকে হত্যা করে আত্মহত্যা করেছেন মা। রোববার রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুমী আক্তার লতিফা (৩৫) ওই এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী। তাদের শিশুকন্যা নাসরিন আক্তার খিয়ার মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী। ২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, রোববার বিকালে সুমী আক্তারকে মারধর করে বাড়ী থেকে বের হয়ে যায় তোফাজ্জল। এরপর রাত সাড়ে ৯ টার দিকে তার শয়ন কক্ষের মধ্যে সুমী আক্তারের ঝুলন্ত লাশ এবং নাসরিন আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
চেয়ারম্যান আরও জানান, নিহত শিশুটির মুখে বিষের গন্ধ ছিলো। এ থেকেই ধারণা করা হচ্ছে শিশুটিকে বিষ খাইয়ে হত্যা করার পর মা নিজেও গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিরামপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে। লাশ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd