সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৮
Sharing is caring!
শাবি প্রতিনিধি : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ চলছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে এ বিক্ষোভ শুরু হয়।
সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এছাড়া, শাবি শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন।
এছাড়া, ড. জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ চলছিল।
গত শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে ইইই বিভাগের ফেস্টিভাল চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ড. জাফর ইকবাল। বর্তমানে রাজধানীর সিএমএইচে তাঁর চিকিৎসা চলছে।
………………………..
Design and developed by best-bd