সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৮
ফাহাদ হোসাইন , গোলাপগঞ্জ থেকে : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকে , আমাদের সেদিকে লক্ষ্য রেখে সরকারের প্রতি সর্বাধিক সহযোগীতায় হাত প্রসারিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করেছে। । গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সিলেটের গোলাপঞ্জের হাজিপুর আইডিয়েল উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শাহজালার বি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর অতর্কিত হামলা হয়েছে। জঙ্গিরা তাকে প্রাণে মেরে ফেলার জন্য এ হামলা চালায়। হামলার পর উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনার নির্দেশে তাকে এয়ার এম্বুল্যান্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমাদের নতুন প্রজন্মকে শুধু শিক্ষিত করলে হবে না। তাদের উপর নজরদারী করেন। সে কি করছে? তাদের মধ্যে কোন পরিবর্তন আছে কি? তারা বিপথগামী হচ্ছে কি? জঙ্গিদের সাথে তার কোন সম্পর্ক আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি নতুন প্রজন্মদের আলোর পথে নিয়ে যেতে শিক্ষক ও অভিভাকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন চৌধুরী দোলনের সভাপতিত্বে, এম এ মালেকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আশরাফ হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দাল রাজ্জাক। বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মামুনুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন মাস্টার। উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিল, যুবলীগ নেতা বদরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মজনু মিয়া, ইউপি সদস্য আবুল কাশেম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, আব্দুল মুকিত, নুরুল হক প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd