আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওসমানী হাসপাতালের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮

Manual5 Ad Code

সিলেট :: যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের স্মরণের মাধ্যমে পালিত হয়েছে ভাষা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ২০১৮ এর প্রথম প্রহর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচাল; ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, উপ পরিচালক ডা. দেববত রায়, ডা. আজিজ আহমদ মালিক সহকারী পরিচালক (প্রশাসন) , ডা. আলাউদ্দীন আহমদ সহকারী পরিচালক (অর্থ) , ডা.সাদীন কুমার দাশ সিনিয়র ষ্টোর অফিসার , ডা. আবু নঈম মোহাম্মদ আর পি মেডিসিন , ডা. অরুন কুমার বৈষব আর এস জেনারেল , ডা. এস এম আসাদুজজামান জুয়েল আর এস নিউরো সারজারি , ডা. শ্যামল চন্দ্র বর্মণ , ডা. আফসার উদ্দীন আর এস ট্রমা এন্ড অর্থ , ডা.নির্ঝর ভট্রাচার্য্য মেডিকেল অফিসার চর্ম ও যৌন রোগ বিভাগ, ডা. মনোজ চৌধুধী ইমারজেন্সী মেডিকেল অফিসার, ডা. আফজালুল আলম ইন্টার্ন প্রেসিডেন্ট , ডা. হারুনুর রশিদ ইন্টার্ন ভাইস প্রেসিডেন্ট , ডা. মোঃ ইকবাল হোসেন ইন্টার্ন যুগ্ম-সাধারণ সম্পাদক, অনিন্দ্র ভৌমিক , ডা. সঞ্চিতা রাণী সিনহা আর এস গাইনী, ডা. ফাতেমা ইয়াসমিন আর এস শিশু, ডা. কৃঞ্চ কান্তি ভৌমিক আর এস ই এন টি, ডা. শাহরিয়ার আহমদ খলিল চৌধুরী, মাহমুদুল হাসান মানসিক, শিউলী আক্তার ভারপাপ্ত সেবা তত্তাবাধায়ক, পরিল বণিক ভারপাপ্ত উপ-সেবা তত্তাবাধায়ক, ইসরাইল আলী সাদেক চৌধুরী নাসিং কর্মকর্তা, অরবিন্দু দাশ নাসিং কর্মকর্তা, রেখা রাণী বণিক ভারপাপ্ত নাসিং সুপারভাইজার, মোহাম্মদ রুহুল আমিন পিএ টু পরিচালক , মোঃ রওশন হাবিব ওয়ার্ড মাস্টার, মোঃ অহিদুর রহমান আই সিটি , আবুল খয়ের চৌধুরী ওয়ার্ড মাস্টার , নাসির উদ্দিন আনসার কমান্ডার , গবিন্ধ দেব নাথ ড্রাইবার , ইমরান হোসেন ২ সাবেক সাধারণ সম্পাদক ৪র্থ শ্রেণী, ফারুক হোসেন ভূইয়া সাবেক সহ-সভাপতি ৪র্থ শ্রেণী, হেলাল উদ্দীন ড্রাইবার ইনচার্জ, ইসমাইল হোসেন , প্রনব কুমার সিংহ, বিজয়া প্রমুখ।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..