সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিলেট পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে তিনি বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে দেড়টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন রাষ্ট্রপতি।
সিলেট পৌছে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মাজার জিয়ারত শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এদিকে মহামান্য রাষ্ট্রপতির অপেক্ষায় রয়েছেন সিলেট কৃষি বিশ্ববদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশ নেওয়া সহস্রাধিক ডিগ্রীধারীরা। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd