সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জেলার ফুলবাড়ীতে আড়াই কেজি গাঁজা বিক্রেতা স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এস আই মহুবর রহমান। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ী থানার এএসআই হাসান আলী উপজেলার ফুলবাড়ী বাজারের চিকামোড় এলাকায় অটোবাইক তল্লাশি করে তাদের জামার পকেটে ও শরীরে গাঁজা বাঁধা থাকা অবস্থায় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত আসামিরা হলেন- বগুড়া জেলার শেরপুর থানার চান্দাইকনা ইউনিয়নের সদর হাশরা গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৮) তার স্ত্রী আরজিনা বেগম (৩৮) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার মির্জাপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামের শ্রী অনন্ত বিশ্বাসের ছেলে কেশব বিশ্বাস (২৫)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd