সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : গেল বছরের শেষের দিকেই ‘পাথরের মন’ নামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার শারিরীক অসুস্থতার কারনে ছবির কাজ পিছিয়ে যায়। সুস্থ হয়েই ছবিটি নিয়ে সামনে আগানোর কথা ভাবছেন ডিপজল। ছবিটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। শনিবার এই ছবির নির্মাতা হিসেবে লিখিত ভাবেই চুক্তি বদ্ধ হয়েছেন এই নির্মাতা।
ছটকু আহমেদ বলেন, ‘‘শনিবার ডিপজল এর সাহেবের নতুন ছবি ‘পাথরের মন’ এর পরিচালক হিসাবে সাইনিং হলো । গান রেকর্ডিং এর টাকাও দিলেন। ডিপজল সাহেব এখন অনেক সুস্হ । নিজের হাতে মহিষ এর মাংস রান্না করলেন। এবং তার সাথে অনেক পদ তরকারী দিয়ে ভুরিভোজন করালেন। আপনারা দোয়া করবেন উনার জন্যে । উনি সুস্হ থাকলে বাংলাদেশ এর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার জেগে উঠবে। বছরে উনি দশটা ছবি করবেন বলে কথা দিয়েছেন ।’’
ছবিটির কলাকুশলী প্রসঙ্গে রোববার দুপুরে জাগো নিউজকে ছটকু আহমেদ বলেন, ‘এই ছবিতে সাইমনকে আগেই চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে পপিকে রাখতে চাইছি। এই বিষয়ে কথা বার্তা চলছে। কয়েক দিন পরেই চূড়ান্ত হবে বিষয়টি।’
ছটকু আহমেদ জানালেন, মার্চ মাসের শেষের দিকে ‘পাথরের মন’ ছবির শুটিং শুরু হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd