ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

Manual6 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার পৌর শহরের মোগলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্শীরা জানান, পৌরসভার ড্রেনের চলমান নির্মান কাজের উত্তোলিত ডাস্ট নেয়াকে কেন্দ্র করে মোগলপাড়া এলাকার বাসিন্দা মনির মিয়া ও তজম্মুল আলীর মধ্যে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের ২৫ ব্যক্তি আহত হয়।

Manual1 Ad Code

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহত শামছুল ইসলাম (৪৫), শুকুর আলী (২৩), কয়েছ (২০), কাউছার (২৫), আতুরা বেগম (৪৫), রাসেল মিয়া (২৮), রাবেয়া বেগম (৩৫), নীলবানু (৬০), আতিক (১৫) মাহদী (২০), সুমন (২৪), খালিক মিয়া (২৯), মনির মিয়া (৪৫), শারমিন (২৪), জাহিদ (১৫), রেশমা বেগম (১৮), বুরহান উদ্দিন (৩৫)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

Manual3 Ad Code

ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..