সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ ফেব্রয়ারী বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ,শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটির উদ্দ্যোগে অাল ইহসান সমাজ কল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগের সভাপতি আলহাজ্ব আব্বাছ উদ্দিন, সহসভাপতি রিয়াজুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান সহকারী শিক্ষাবিষয়ক সম্পাদক রেজাউল ইসলামের বিদ্যালয়ে শুভাগমন উপলক্ষ্যে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল ইহসান সমাজ কল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগের সভাপতি আলহাজ্ব আব্বাছ উদ্দিন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবির আহমদ চৌধুরী,দক্ষিণভাগ টিল্লাবাজার মোহাম্মদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কাওছার আহমদ, দক্ষিণভাগ এন,সি,এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমির উদ্দিন, দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম সামছুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ মুক্তা,আল ইহসান সমাজ কল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগের সহসভাপতি রিয়াজুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহকারী শিক্ষাবিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম,বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম সোনামনি, আন্জুমানে ইজহারে হক্ব দক্ষিণভাগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাহীন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,সাংবাদিক নাজমুন নাহার, সহকারী শিক্ষক এমরান আহমদ,সহকারী শিক্ষিকা ফারহানা বেগম, বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মিলি বেগম,অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসমা বেগম, দেশাত্বকবোধক গান পরিবেশন করেন সপ্তম শ্রেণির ইমা বেগম,দশম শ্রেণির শিক্ষার্থী জেরিন আক্তার। উল্লেখ্য বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানীত সংবর্ধিত অতিথিদের ফুলের তুড়া ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।সভায় আল ইহসান সমাজ কল্যাণ সংস্থার শরিফুল হক সাজু ও আব্বাছ উদ্দিনকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে মনোনিত করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd