সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যে সিলেট এসে পৌছবেন। দীর্ঘযাত্রা শেষে তিনি ২০মিনিটের মতো বিশ্রাম নিয়ে সার্কিট হাউস থেকে শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
এদিকে সার্কিট হাউজের আশেপাশের এলাকায় ভীড় জমিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন সার্কিট হাউজ প্রাঙ্গণ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির তথ্যগুলো নিশ্চিত করে জানিয়েছেন, সিলেট বিভাগ থেকে দলে দলে নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছেন। সকাল থেকে তারা অধির আগ্রহে নেত্রীকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। তারা মুহুর্মুহু শ্লোগান দিয়ে নেত্রীর জন্য অপেক্ষা করছেন।
তিনি বলেছেন, নেত্রীর এ সফরে দলীয় নেতা-কর্মীর মনোভাব এখন চাঙ্গা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd