সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দুই তারকা অভিনেত্রী অপু বিশ্বাস ও মাহিয়া মাহি। অপুর ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য মহরতের পরও ‘কাঙাল’ ছবি থেকে সরে দাঁড়ান। ছবির নাম ও গল্প পরিবর্তন করে রাখা হয়েছে ‘অন্ধকার জীবন’। গত বুধবার (১৭ জানুয়ারি) ছবিটিতে অভিনয়ের জন্য লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি। বদিউল আলম খোকনের পরিচালনায় এতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মাহিকে।
তথ্য নিশ্চিত করে মাহি বলেন, ‘এই ছবিতে আমি অভিনয় করছি। আগামী ফেব্রুয়ারি মাসে ছবির শুটিংয়ের শিডিউল দিয়েছি। নতুন চরিত্র, নতুন গল্পে। আশা করছি ভালো একটি কাজ হবে।’
মাহি ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন ডি এ তায়েব। তার প্রসঙ্গে নায়িকা বলেন, ‘ডি এ তায়েব ভাই একজন শীর্ষ সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করবেন। এই সন্ত্রাসী নির্মূলে আমি একপ্রকার যুদ্ধ ঘোষণা করব। নায়ক-নায়িকার যে ক্যামেস্ট্রি থাকে, সেসব দেখা যাবে না আমাদের মধ্যে।’
প্রসঙ্গত, ‘কাঙাল’ থেকে সরে গেলেও রবিন খানের পরিচালনায় ‘কানাগলি’ নামের একটি ছবিতে অভিনয় করবেন অপু বিশ্বাস। চলতি বছরের মার্চ কিংবা এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd