ইউপি সদস্য আব্দুল হামিদের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্মসাত এর অভিযোগ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সরকারি বরাদ্দকৃত কাজে দুর্নীতি ও বন্যা ক্ষতিগ্রস্থদের বরাদ্দকৃত চালের টাকা আত্মসাতের অভিযোগ এনে ওয়ার্ডের হতদরিদ্র মানুষগণ সিলেট জেলা প্রশাসক বরাবরে পৃথক দুটি অভিযোগ দাখিল করেন। গত ১০ জানুয়ারি এ দুটি অভিযোগ দাখিল করা হয়। দাখিলকৃত ৪৫ ও ৪৬ নং ডকেট নাম্বারের অভিযোগে বলা হয়, এবারের বন্যা ক্ষতিগ্রস্থ দরিদ্রদের জন্য সরকারিভাবে চালের বরাদ্দ দেওয়া হয়। ওয়ার্ডের তালিকাভুক্ত হতদরিদ্রদের জন্য ২৫ কেজি চাল ও ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আব্দুল হামিদ তালিকা অনুযায়ী তাদেরকে ২৫ কেজি চাল দিলেও ৫০০ টাকা দেন নাই। এ ঘটনায় ওয়ার্ডের তালিকাভুক্ত ব্যক্তিরা হাটখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করলেও কোন সুরাহা হয়নি। হতদরিদ্ররা টাকার কথা জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল হামিদ তাদেরকে বিভিন্ন সময়ে হুমকি দমকি দিয়ে আসছেন।
অপর একটি অভিযোগে বলা হয়, একই ওয়ার্ডের মেঘারগাও গ্রামে একটি কর্মসূচীর কাজ চলতেছে। এতে ২০ জন শ্রমিকের তালিকা রয়েছে। কিন্তু ইউপি সদস্য আব্দুল হামিদ মাত্র ৫ জন শ্রমিক দিয়ে কাজ করিয়ে আসছেন। এ কাজের পাশাপাশি একটি কাবিটার কাজও এসেছে। উক্ত কাজেও শ্রমিকদের সাথে দুর্নীতি চলছে। শ্রমিকদের দাবি দাওয়া না দিয়ে নিজের ইচ্ছে মতো ৪/৫ জন লোক দিয়ে কাজ করিয়ে নিজের ফায়দা হাসিল করছেন ইউপি সদস্য আব্দুল হামিদ।

এলাকার হতদরিদ্রদের অভিযোগ, ইউপি সদস্য আব্দুল হামিদ সব সময় সরকারের বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎ করেন। এতে এলাকাবাসী মুখ খুললে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কাজ করছেন এ ইউপি সদস্য।
এহেন অবস্থায় এসব দুর্নীতি ও আত্মসাতের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন ঐ এলাকার বঞ্চিত মানুষজন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..