পিইসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৫.১৮ শতাংশ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

ক্রাইম সিলেট ডেস্ক : প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৯৫.১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী।

শনিবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান পিইসি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

ফলাফলে দেখা যায়, এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ, আর ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ।

সচিবালয়ে নিজ কার্যালয়ে বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দুপুর ২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত বিবরণ তুলে ধরবেন।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দুটো মিলিয়ে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার ফলাফল www.dpe.gov.bd এবং http://dperesults.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।
এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ফল পাওয়া যাবে। আর ইবতেদায়ির ফলাফলের জন্য EBT স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল আসবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..