সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭
এ সময় অফিসে কর্মরত শিক্ষক-কর্মচারীরা জানান, কলেজ অধ্যক্ষ ছুটিতে এবং মার্কসিট পরীক্ষা কমিটির কাছে। কলেজ খুললে পরে জেনে নিতে বলেন তারা। এ সময় তারা বেরিয়ে গিয়ে পরে বহিরাগতদের নিয়ে আবারো কলেজ অফিসে সশস্ত্র হানা দেয়। তারা কলেজ অফিসের টেবিলে রাখা টেস্ট পরীক্ষার ফলাফল ফাইল এবং স্টিল আলমিরায় রাখা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০১৭ সালের মার্কসিট, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এসএসসি পাসের মূল মার্কসিটসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল ছিনিয়ে নেয়। পাশপাশি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বের করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জন শিক্ষকের সহযোগিতায় তাদের কাছ থেকে কলেজের ফাইলপত্র উদ্ধার করেন। সাধারণ ডায়েরিতে ঘটনাটি অনধিকার প্রবেশের মাধ্যমে কলেজের ফাইলপত্র লুটসহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতির মাধ্যমে বের করে দেয়ার অভিযোগ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd