সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৭
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে কয়লা কিনতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে মঙ্গলবার বিকেলে এক বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।’ আটককৃত’র নাম আজিজুল ইসলাম।’তিনি উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারেকটিলার সুরুহ আলীর ছেলে।’ এ ব্যাপারে তথ্য জানতে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় বিওপির দায়িত্বশীল বিজিবির নায়েব সুবেদারের সাথে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে নানা গরিমসি করলেন। ’
জানা গেছে, উপজেলার বারেকটিলার আজিজুল ২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় বিজিবির নিয়ন্ত্রিত সীমান্তনদী জাদুকাঁটায় দিয়ে মঙ্গলবার বিকেলে ভারতে অনুপ্রবেশ করে সেখাকার বালুচরে উক্তোলরত কয়লা শ্রমিকদের নিকট থেকে কয়লা কিনতে গেলে ভারতের ঘোমাঘাট বিএসএফের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।’
অভিযোগ রয়েছে, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় বিওপির বিজিবির নায়েব সুবেদার মতিউর রহমান একটি সিন্ডিক্যাট গঠন করে বিওপির টহল দলকে ব্যবহার করে জাদুকাঁটার নৌ-পথে সীমান্তের ওপার থেকে প্রতিবস্থা কয়লার জন্য ১’শ টাকা হারে চাঁদা আদায় করার সুবাধে প্রতিনিয়ত ভারতীয় সীমানায় শতাধিক কয়লা ক্রেতা অবৈধভাবে অনুপ্রবেশের সুযোগ নিয়ে বিনাশুল্কে কয়েক হাজার বস্তা কয়লা এপারে নিয়ে আসছে।’ বাংলাদেশ অভ্যন্তরে জাদুকাঁটার চরেও হাজারো শ্রমিকের কুঁড়ানো কয়লা ক্রেতাদের নিকট থেকেও বিজিবির ওই নায়েব সুবেদার বস্তা প্রতি ৫০ টাকা হারে চাঁদা আদায় করাচ্ছেন নির্ব্রিগ্নে।’
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় বিওপির নায়েব সুবেদার মতিউর রহমানের নিকট বিএএসএফের হাতে আটক বাংলাাদেশী নাগরিককের তথ্য ও এপারের বাংলা কয়লা ওপার থেকে নিয়ে আসা কয়লার বস্তা প্রতি ৫০ থেকে ১’শ টাকা হারে চাঁদা আদায় করানোর অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে তিনি কোন রকম সদুওর না দিয়ে মঙ্গলবার রাতে নানা গরিমসি করার এক পর্যায়ে বললেন, ভাই ব্যস্ত আছি, পরে কথা বলব ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd