সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭
Sharing is caring!
আবহাওয়া অফিস : বৃষ্টির খাঁড়া যেন আর নামতে চাইছে না এই শীতকালে। ভর ডিসেম্বরেও এ বার যেন ‘বর্ষাকাল’। নিম্নচাপের খামখেয়ালিতে শনিবার সকাল থেকেই দেশের বেশ কিছু জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সকাল থেকেই মুখ ভার আকাশের। একদিকে কুয়াশার চাদর, সঙ্গে ঝোড়ো হাওয়া, অন্যদিকে ঝিরঝিরে বৃষ্টির মাঝখানে পড়ে মুখ লুকাল শীত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর আরও ঘনীভূত হয়েছে নিম্নচাপ। ধীরে ধীরে এগোতে এগোতে এখন তা ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি চলে আসার ফলেই এই গুমোট, অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। গভীর নিম্নচাপটি এ দিন স্থলভূমির আরও কাছে এগিয়ে আসায় সকাল থেকেই ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের কারণে আগামী ১২ ঘণ্টা হালকা বৃষ্টি হবে সারা দেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। সঙ্গে ৪০-৫৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এর ফলে কী হতে পারে? হাওয়া অফিস জানাচ্ছে সমুদ্র আগামী দু’দিন উত্তাল থাকবে। মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আজ, শনিবার এবং কাল, রবিবার দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। স্থলভূমিতে ঢুকে নিম্নচাপটি কোন দিকে এগোয়, তার উপরে নির্ভর করছে আগামী সপ্তাহের তাপমাত্রা। মেঘের সঙ্গে সঙ্গে উত্তুরে বাতাসে জলীয়বাষ্প মেশায় স্বাভাবিকভাবেই বেড়েছে দিনের তাপমাত্রা।
………………………..
Design and developed by best-bd