সিলেট ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট থানাধীন তামাবিল স্থল বন্দর থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গোয়াইনঘাট থানাধীন তামাবিল স্থল বন্দর ৩নং গেইটে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারককৃতরা হলো- উপজেলার জাফলং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের নলজুরী গ্রামের আনছার আলীর ছেলে লিটন আহাম্মেদ (২৭) ও একই গ্রামের মো: কফিল উদ্দিন কাজীর ছেলে মো: কামরুজ্জামান কামরুল (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৮১ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিরা সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd