সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একদল শিয়ালের কামড়ে নারী সহ কমপক্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় খাশিয়া গ্রামে একদল শিয়াল লোকজনদের কামড়াতে থাকে। এ সময় একের পর এক শিয়ালের কামড়ে গ্রামের রানু দাসের স্ত্রী পূর্ণিমা দাস (৪০), অসিত দাসের ছেলে কানন দাস (২০), নুরুল হকের ছেলে ফারুক মিয়া (২২) ও উকি দাসের ছেলে কৃষ্ণ দাস (৪০) সহ মোট ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে, শিয়ালে কামড়ানোর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী লোকজন সমবেত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিয়াল নিধনে অভিযান চালালে শিয়ালের দল পালিয়ে যায়। এতে ১টি শিয়াল নিধন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd