সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রামের সাংবাদিকদের অন্যতম সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও দ্বিপাক্ষিক আলোচনা গত (১১ নভেম্বর)শনিবার সন্ধ্যা ৭টায় মোমিন রোডস্থ কার্যালয়ে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল রিপোর্টার্স এন্ড এডিটরস সোসাইটি (বনপ্রেস) এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক স.ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময়ের শুরুতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল রিপোর্টার্স এন্ড এডিটরস সোসাইটি (বনপ্রেস) আহ্বায়ক স.ম. জিয়াউর রহমান সহ নেতৃবৃন্দ নব-নির্বাচিত চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে এবং অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট ডটকমের মুদ্রণ সংখ্যা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল রিপোর্টার্স এন্ড এডিটরস সোসাইটি (বনপ্রেস) এর সদস্য মোঃ জামাল উদ্দিন, অভিজিৎ দে রিপন, এইচ.কে.শরীফ সালেহীন,মোঃ নাজিম উদ্দিন,সুমন চৌধুরী, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর,অর্থ সম্পাদক আমান উল্লাহ বাদশা, সদস্য এম. এ হাশেম,শেখ মোঃ আরিফ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা বলেন, জাতির উন্নয়নে ও সমৃদ্ধিতে রয়েছে সংবাদপত্র এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু কিছু কিছু হলুদ সাংবাদিক ও অপসাংবাদিকতার কারণে সাংবাদিক সমাজের গৌরবময় অবদান কখনো কখনো ম্লান হচ্ছে। তাই সকল সংবাদকর্মীকে অপসাংবাদিকতা পরিহার করে সাংবাদিকতার ঐতিহ্য ও সুনাম রক্ষায় সৎ ও সাহসীকতার সাথে দেশ এবং জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে।
………………………..
Design and developed by best-bd