গোলাপগঞ্জে বাচ্চু হত্যার ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

গোলাপগঞ্জে বাচ্চু হত্যার ঘটনায় গ্রেফতার ৫

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বাচ্চু আহমদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে এ-ঘটনা ঘটে। নিহত বাচ্চু আহমদ দত্তরাইল গ্রামের আকন আলীর ছেলে। তিনি ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সদস্য। গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৮ দায়ের করা হয়েছে।
তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের তায়াইদ আলীর ছেলে শামছুল আরফিন রনি (৩০), মৃত তমরেজ আলীর তোয়াইদ আলী (৫৫), আব্দুল মতিনের ছেলে মিনহাজ আহমদ (৩৮), তোয়াইদ আলীর স্ত্রী হাসনা বেগম (৪৫), শামছুল আরফিন রনির স্ত্রী লিজি বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র বাচ্চুর সাথে তার চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনি দা দিয়ে বাচ্চুকে কোপ দিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন। তিনি বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..