গৃহকর না কমানোর সিদ্ধান্তে অনড় সিসিক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

গৃহকর না কমানোর সিদ্ধান্তে অনড় সিসিক

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সম্প্রতি সিসিকের পূর্ববর্তী ২৭টি ওয়ার্ডে আরোপিত হোল্ডিং ট্যাক্সের হার কমছে না। তবে লিখিত আপত্তি জানালে সেটি যাচাই করবে সিসিকের গঠিত রিভিউ বোর্ড।

Manual2 Ad Code

রোববার (১২ মে) দুপুরে সিসিকের সাধারণ সভা শেষে নগরভবনের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন মেয়র।

Manual7 Ad Code

মেয়র বলেন, ‘পুরাতন ২৭টি ওয়ার্ডের জন্য ২৭টি রিভিউ বোর্ড গঠন করা হয়েছে। এই ওয়ার্ডগুলোতে হোল্ডিং ট্যাক্সের কার্যক্রম চলমান থাকবে। রিভিউ বোর্ডে একজন প্রকৌশলী ও একজন আইনজীবী নিযুক্ত থাকবেন। সেই রিভিউ বোর্ডকে আমি নিজে মনিটরিং করবো। মহানগরবাসী যাতে হোল্ডিং ট্যাক্স নিয়ে কোনো সমস্যায় না পড়েন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। আমরা সহনীয় পর্যায়ে ট্যাক্স নিয়ে আসবো।’

মেয়র আরও বলেন, ‘হোল্ডিং ট্যাক্স একশো গুণ বেড়ে গেছে সেটি যুক্তিসঙ্গত নয়। আগে অনেকেই বিভিন্ন তদবিরের মাধ্যমে ট্যাক্স কমিয়েছেন। এখন সঠিক ট্যাক্স নির্ধারণ করা হলে সেটি অনেকেই মানতে পারছেন না। আমরা সেটিও দেখার চেষ্টা করছি। তবে যারা অসহায়-গরিব তাদের হোল্ডিংস অস্বাভাবিকভাবে বাড়ানো হলে সে বিষয়টিও দেখা হবে।’

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..