সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনতে কাজ করছে সরকার বলেছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার ৮ জুন সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।মূলত ডলার সংকটের কারণে কয়লার ঘাটতি হয়েছে বলে জানান তিনি।
শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী মান্নান। এ সময় তিনি বলেন কিছু অসাধু সিন্ডিকেট মজুদদার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা সুযোগ পেলেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। সাময়িক অসুবিধায় জনসাধারণের যে কষ্ট হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এস পি প্রবাস কুমার সিংহ ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd