ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

Manual1 Ad Code

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি : “অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে।

১৭.০১.২০১৮ ইং বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ যাত্রাপালার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, অনিকেত যাত্রাশিল্পী সংসদের সভাপতি সরোয়ার জাহান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

জেলা শিল্পকলা একাডেমী ও অনিকেত যাত্রাশিল্পী সংসদের আয়োজনে উদ্বোধনী দিনে কুষ্টিয়ার মহা মিলন নাট্যগোষ্টীর আয়োজনে পরিবেশিত হয় নাটক “প্রেয়সি আনারকলী”। আগামী ৩১ জানুয়ারী শেষ হবে এ উৎসবের। বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালা। সুষ্ঠুধারার যাত্রাপালা আবারো ফিরিয়ে আনার প্রয়াসে এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। ১৫ দিন ব্যাপী এ উৎসবে ঝিনাইদহ ও কুষ্টিয়ার ১৫ টি যাত্রা অংশ নিচ্ছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..