সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭
সিলেট :: গোলাবশাহ্ কিশোর সংঘের আয়োজনে বিয়ানীবাজার প্রিমিয়ার লীগ (বিপিএল) পঞ্চখ- হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকাল ৩টায় উদ্বোধন হয়। এর আগে শহরে এক বিশাল আনন্দ র্যালি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গোলাব শাহ্ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজুর সভাপতিত্বে ও আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, জাতীয় ধারা ভাষ্যকার জামিলুর রহমান, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, রেজাউল করিম নাচন প্রমুখ। আয়োজিত টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছন্দে নিত্যালয় সিলেটের শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। এছাড়াও গান পরিবেশন করে জনপ্রিয় শিল্পী কিশোর পলাম, আইডল ইমন, বন্যা , ক্যাপা বাউল সরোয়ার প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd