অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৭

Manual1 Ad Code

শাকিব খানের জনপ্রিয়তা সীমানা ছাড়িয়েছে বহু আগেই। বাংলাদেশে তো বটেই।

Manual6 Ad Code

ওপার বাংলা অর্থাৎ ভারতের সবখানেই এখন শাকিবের চাহিদা বেশ। চলচ্চিত্রতে তিনি ‘নবাব। ‘ তবুও এমন নবাবকেও পেতে চায়, পাড়া মহল্লা গ্রামগঞ্জের অনুষ্ঠানগুলোতে। এমনই এক বিচিত্র অনুষ্ঠানে অন্সঘ নিতে যাচ্ছেন শাকিব খান।

পশ্চিমবঙ্গে বাংলা নামের বিকৃতি খুব স্বাভাবিক। তারা জয়া আহসানকে জয়া এহসান লিখে। শাকিবকে সাকিব লিখে তারা।   সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারেও তা দেখা গেল।

Manual4 Ad Code

শুধু পশ্চিমবঙ্গে নয়, আসামেও শাকিবের ভক্ত রয়েছে প্রচুর।

আসামের ছোট্ট শহর বকোতে গিয়েছিলেন শাকিব খন। হাচোরি গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। আয়োজকদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে।

Manual7 Ad Code

সেখানে গিয়ে মঞ্চে উঠে তাজ্জব বনে যান শাকিব খান। এই ছোট্ট শহরের অনুষ্ঠানে প্রায় লাখ খানেক দর্শক। বাংলাদেশের অভিনেতা শাকিব খানকে দেখতেই দূর দুরান্ত থেকে ছুটে এসেছে ভক্তরা। শাকিব মঞ্চে উঠতেই দর্শকরা মেতে উঠেন উল্লাসের জোয়ারে। দর্শকদের অনুরোধে বেশ ক’টি গানে পারফর্ম করেন শাকিব।

Manual4 Ad Code

মফস্বলের পূর্বের সুখকর অভিজ্ঞতা থেকেই উত্তর ২৪ পরগনার সুন্দরবনের নিকটবর্তী হিঙ্গলগঞ্জে যাচ্ছেন শাকিব খান। সেখানে ভেটকিয়া নামক একটি স্থানে ঐতিহাসিক ঘোড়দৌঁড় অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষেই বিচিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সেখানেই মূল আকর্ষণ হয়ে যাচ্ছেন শাকিব খান। তার সাথে রয়েছেন এ সময়ের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। এছাড়াও ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনও থাকছেন অনুষ্ঠানে। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঐ অনুষ্ঠানে কলকাতার টেলিভিশন সিরিয়াল অনেক জনপ্রিয়মুখও উপস্থিত থাকবেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..