সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ ১৫০কেজী গাজা জব্দ করেছে।
আজ মঙ্গলবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, বিজিবির অভিযান আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪ পিকআপ ভ্যানসহ গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে জানান বিজিরি এই কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd