সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশকে গুলি করতে গিয়ে অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামি সুফি মিয়া ওরফে শাহিন মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের তাহির আলীর ছেলে।
জানাগেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান সহ বিপুল সংখ্যক পুলিশ দল জগন্নাথপুর উপজেলার বুরাইয়া গ্রামে গিয়ে জগন্নাথপুর ও ওসমানীনগর থানার বিভিন্ন ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি সুফি মিয়া ওরফে শাহিন মিয়াকে গ্রেফতারে অভিযান চালানো হয়।
অভিযানের এক পর্যায়ে পুলিশ পরিচয় দিয়ে আসামির দরজায় গিয়ে দরজা খোলার জন্য বললে, দরজা খোলে পাইপগান দিয়ে পুলিশকে গুলি করার চেষ্টা করে আসামি সুফি মিয়া ওরফে শাহিন মিয়া। এ সময় পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ আসামি সুফি মিয়া ওরফে শাহিন মিয়াকে গ্রেফতার করেন। রোববার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd