সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৭
ক্রাইম ডেস্ক : হেলিকপ্টারে করে নববধূকে নিজ বাড়িতে নিয়ে হাজির হয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন টাঙ্গাইলের মধুপুরের সিয়ামুল নাসির (৩০) নামে এক বর। শুক্রবার (২২ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে সিয়ামুল নাসির ও নববধূকে বহন করা বিআরবি গ্রুপের হেলিকপ্টারটি মধুপুর উপজেলার কালামাঝি গ্রামের একটি মাঠে অবতরণ করে। শতশত নারী পুরুষসহ অসংখ্য লোকজন তখন বর-কনেকে এক নজর দেখতে ছুটে আসেন। এসময় বর ও কনের নিরাপত্তায় নিয়োজিত ছিল মধুপুর থানার বেশ কয়েকজন পুলিশ।
বর-কনেকে বহনকারী হেলিকপ্টারবর কালামাঝি গ্রামের জনৈক আমান আলীর ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সিয়ামুল নিউজিল্যান্ডে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন। কনে আবরার (২১) রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা ধনাঢ্য নাসির উদ্দিনের মেয়ে। তিনি স্নাতক শিক্ষার্থী।
বরের বড় ভাই সাইফুল ইসলাম লেবু জানান, শুক্রবার দুপুরে ঢাকার আব্দুল্লাহপুরের স্লুইচগেট এলাকার সি-শেল কমিউনিটি সেন্টারে তাদের বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বর নববধূসহ ৬ জনকে হেলিকপ্টারে নিয়ে বাড়িতে আসেন। আত্মীয়-স্বজন ধুমধাম করে বর ও কনেকে বরণ করে নেন। শনিবার (২৩ ডিসেম্বর) গ্রামের এই বাড়িতেই আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সম্মানে বৌভাত অনুষ্ঠানের মাধ্যমে বর-কনেকে সংবর্ধনা দেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd