সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ পৌর এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযাগে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন।
আটক মলয় চন্দ (৩৫) জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।
জানা যায়, রবিবার রাতে পৌর এলাকার নবীনগরে ধর্মীয় কীর্তন চলাকালে এলাকার একটি পরিবারের সবাই ঘর খালি রেখে কীর্তনে যান। এ সুযোগে ওই পরিবারের এক শিশুকে (৯) কীর্তন থেকে ডেকে খালি ঘরে নিয়ে মলয় ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মলয়কে আটক করে পুলিশে দেয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd