হবিগঞ্জ থেকে জেএমবির ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর থানাধীন নারায়ণপুর তেমনিয়া (দিঘল বাগ) বাজার থেকে সিলেট র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে জিহাদী বইসহ ৫ জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা তেমনিয়া (দিঘল বাগ) বাজারস্থ আল হেরা টেইলার্স বোরকা অ্যান্ড পাঞ্জাবি হাউজে বসে বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান সিলেট র‌্যাব-৯ সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান। এর আগে রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর থানার ৫নং গোপায়া ইউনিয়নের নারায়ন পুরের মর্তুজা আলীর ছেলে হাজী মো. আব্দুল কুদ্দুস (৫২), একই গ্রামের মৃত সোনা উল্লাহ ছেলে আবুল কালাম (৫০), রায়ধর গ্রামের আকিল হোসেনের ছেলে মো. রুহুল আমিন (২৬), আনন্দপুর বড়বহুলা গ্রামের মৃত আদম আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ও একই গ্রামের আতর আলীর ছেলে আব্দুর নুর (৩৮)।

র‌্যাব-৯ সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান জানান- গ্রেফতারকৃতরা বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..