লাখাইয়ে কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন স্ত্রী

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

লাখাইয়ে কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন স্ত্রী

Manual1 Ad Code

স্বামীর দুটি কিডনি বিকল হওয়ার পর মৃত্যু যখন অবধারিত তখন নিজের একটি কিডনি দান করে স্বামীর জীবন বাঁচালেন এক স্ত্রী। এই ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলায়। বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা শ্যমলী সিকেডি কিডনি হসপিটালে দুই জনেরই একসাথে অপারেশন হয়। অপারেশন করে স্বামীর অচল ২টি কিডনি ফেলে দিয়ে স্ত্রীর দেওয়া ১টি কিডনি প্রতিস্থাপন করা হয়।

Manual8 Ad Code

কর্তব্যরত সার্জন বলেন- ‘অপারেশন সাকসেসফুল হয়েছে, রোগীকে কমপক্ষে দুই সপ্তাহ হসপিটালে থাকতে হবে।’

Manual1 Ad Code

লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মিজানুর রহমানের সাথে ৫ বছর পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের আমজাদ আলীর মেয়ে লিজা আক্তারের বিবাহ হয়। সম্প্রতি স্বামী মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপিটালে তাকে ডাক্তার দেখানো হয়। সেখানে ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন। পরে ডাক্তার রিপোর্ট দেখে বলেন- মিজানুর রহমানের ২টি কিডনি অচল হয়ে গেছে। রোগীকে বাঁচাতে হলে কমপক্ষে ১টি কিডনির ব্যবস্থা করতে হবে।

Manual1 Ad Code

ডাক্তারের পরামর্শে তারা বিভিন্ন কিডনি ব্যাংকে যোগাযোগ করেও কিডনি সংগ্রহ করতে পারেননি। পরে পরিবারের সবাইকে করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সবাই নিজের অপারগতা তুলে ধরেন। এ অবস্থায় গৃহবধূ লিজা আক্তার রাজী হন কিডনি দিতে।

তিনি বলেন- ‘শুধু কিডনি না, আমার স্বামীর জন্য জীবন দিতে হলে জীবন দিয়ে দিব তারপর আমার স্বামী বেঁচে থাক। আমার সোনালী সংসার বেঁচে থাক। বিভিন্ন লোকজন বিষয়টি ফেসবুকে পোস্ট দিলে তা মুহুর্তের মাঝেই ভাইরাল হয়ে যায়।

Manual2 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..