সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
ক্রাইম ডেস্ক : ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স নিয়ে আলোচনায় সরগরম এখন শোবিজ পাড়া। বিষয়টি নিয়ে এবার লিখেছেন লেখক তসলিমা নাসরিন।
নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে শাকিবের জন্য কান্নাকাটি বন্ধ করতে অপুকে পরামর্শ দিয়েছেন তসলিমা।
তিনি লিখেছেন, শাকিবের জন্য কান্নাকাটি হাহুতাশ বন্ধ করতে হবে অপুকে। আপাতত অপু বিশ্বাসের কোনো পুরুষকে বিশ্বাস করা উচিত নয়।
তিনি আরও লিখেছেন, অপুকে এখন নিজের পায়ের তলার মাটি যেমন আরো শক্ত করতে হবে। মনের ভেতরের মাটিও শক্ত করতে হবে। পায়ের তলার মাটি, মনের ভেতরের মাটি- দুটোই এমন নরম, যে কেউ তাদের ডুবিয়ে দিতে পারে কাদায়, যে কেউ আবার তাদের মনেও অনায়াসে ডুবে যেতে পারে।
শাকিব-অপুর ডিভোর্সের বিষয়টি সবার মতো তসলিমা নাসরিনকেও ভাবিয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের ছবির হিরো শাকিব তালাক দিচ্ছে বাংলাদেশের ছবির হিরোইন অপু বিশ্বাসকে। অপুর দোষ, অপু তার স্বামীর নির্দেশ পালন করেনি, তার কথা শোনেনি।’
‘শাকিবকে ভালোবেসে অপু নিজের ধর্ম ছেড়ে শাকিবের ধর্ম গ্রহণ করেছে, শাকিবের বাড়িতে ঝি-চাকরের মতো কাজকর্ম করেছে। শাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছে বলে লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলেছে বলে দীর্ঘকাল লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার সময় শাকিব হাসপাতালে যায়নি তারপরও শাকিবের জন্য অপুর ভালোবাসা কিছু কমেনি। এখন বাচ্চা কোলে মেয়েটি পাচ্ছে তালাকনামা।’
শাকিবের মতো আত্মম্ভরী পুরুষতান্ত্রিকের সঙ্গে তালাক হয়ে যাওয়া ভালো উল্লেখ করে তসলিমা বলেন, ‘স্বনির্ভর মেয়ে নিজের দেখভাল নিজেই করতে পারে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd