সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
শাহ আলম গোয়াইনঘাট,সিলেট প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে পাথর কোয়ারির দখল নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হোসাইন আহমদ (৪০) নামের ওই ব্যক্তি দরবস্ত মোহাইল গ্রামের মরতুজ আলী মেম্বারের ছেলে।
সংঘর্ষে আহত হওয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে থাকা জৈন্তাপুরের সাহেদ আহমদ জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় মারা যান হোসাইন আহমদ।
এর আগে, রবিবার দুপুরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে পাথর কোয়ারি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির ঘটনার পর জানিয়েছিলেন, কিছুদিন ধরে ওই পাথর কোয়ারির জমির দখল নিয়ে লিয়াকত ও কামালের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে লিয়াকত আলীর অনুসারীরা কোয়ারিতে পাথর তুলতে যায়। এ সময় কামালের সমর্থকরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd