‘তীর’ খেলার দায়ে গোলাপগঞ্জে গ্রেপ্তার ৩ জনকে দণ্ড

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭

Manual3 Ad Code

গোলাপগঞ্জে ভারতীয় তীর খেলা (শিলং খেলায়) জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের গোলাপগঞ্জ বাজারের কদমতলী গোডাউন রোডের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হল উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও (খালপাড়) গ্রামের সাতির আলীর পুত্র বাবলু মিয়া (২৩), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ইসলামপুর গ্রামের আব্দুল হাই-এর পুত্র সোহেল আহমদ (২৩) ও একই গ্রামের কাছম আলীর পুত্র হাবিবুর রহমান হাবিব (২৬)।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সেন্টু দাসের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গোলাপগঞ্জ বাজারের কদমতলী গোডাউন রোডে অভিযান চালিয়ে শিলং খেলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের সততা নিশ্চিত করে বলেন, তীর খেলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

Manual5 Ad Code

এদিকে, রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম তার নিজ কার্যালয়ে আদালত পরিচালনা করে এসাজা দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..