সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭
বিশেষ সংবাদদাতা : এটা প্রেসকিপশন না ছোট বাচ্ছার হাতের লেখা বুঝা মুশকিল! কিন্তু বাস্তবে এটি একজন বিজ্ঞ ডাক্তারের হাতের লিখা প্রেসকিপশন। কাগজের লেখাটা গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারের দীর্ঘ দিনের স্বনামধন্য চিকিৎসক ডাঃ বি কর্মকারের। হাতের লেখা দেখে বুঝা মুশকিল ডাক্তার রোগীদের প্রতি কি নির্দেশ দিয়েছেন? সাধারন মানুষ বুঝবে তা দুরে থাক স্বয়ং ওষুধের দোকানের কর্মীরাও অনেক সময়ে প্রেসক্রিপশনের লেখা বুঝতে পারেন না। ফলে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয় তাদেরকে। সরেজমিন দেখা যায়, ডাঃ বি কর্মকারের চেম্বার থেকে রোগী বেরিয়ে এসে যখন ফার্মেসীতে প্রেসকিপশন দেয় তখন ঔষধ দিতে বিড়ম্বনায় পড়তে হয় ওষুধের দোকানের কর্মীদের। নাম প্রকাশ না করার অনুরোধে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারের ঔষধ দোকানের কয়েকজন কর্মী বলেন, প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা খারাপ হওয়ার পরিণাম যে এত মারাত্মক হতে পারে তা বোঝা যায় নি। ডাক্তার রোগীদের প্রতি যে নির্দেশ দেন প্রায়ই বুঝতে ভুল করেন রোগীরা। ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার কারণে এই নির্দেশিকা বুঝতে ভুল করেন রোগীরা। যে ওষুধ দিনে দুবার খাওয়ার কথা ভুলে তা সপ্তাহে দুবার খেয়ে বসেন। কিংবা সকালের ওষুধটি খান রাতে, ফলেই ঘটে বিপত্তি। রোগী অসুস্থ হন প্রেসক্রিপশন ঘটিত বিভ্রান্তির কারণে। আমরা ওষুধের দোকানের কর্মীরাও অনেক সময়ে প্রেসক্রিপশনের লেখা বুঝতে ভুল করে থাকি। ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছেন সেলেক্স। আর ওষুধের দোকানদার তাকে সেলেব্রেক্সা (আর্থারাইটিসের ওষুধ) দিয়ে দিলেন। ফলে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়েন। এর থেকে উত্তরণে ডাক্তারের সুদৃষ্টি কামনা করেন তারা। দেলোয়ার আহমদ নামের একজন ফার্মাসিস্ট নাম প্রকাশ না করার অাবেদনে বলেন “ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন যে অস্পষ্ট থাকে এটা সবারই জানা। কখনো কখনো ফার্মেসি-ওয়ালারা পর্যন্ত ঠিকঠাক এসব প্রেসক্রিপশন পড়তে পারে না। তখন তারা ভুল ঔষধ দিয়ে দেয়, যাতে ক্ষতিগ্রস্ত হয় রোগী”।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিন (আইওএম) এর চালানো এক গবেষণা থেকে প্রতিবেদন থেকে, প্রতি বছর সারা বিশ্বে অন্তত ৭০০০ রোগীর মারা যায় কেবল প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা বুঝতে না পারায়। চিকিৎসকের ভুলের কারণে বছরে সাত হাজার রোগী মারা যায়। ওষুধ দিতে ভুল নয়, হাতের লেখার কারণে ঘটছে এ বিপত্তি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd