সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ‘অপহৃত’ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টায় রাজধানীতে উত্তরার একটি কাজী অফিস থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
ঢাকা মহানগর পুলিশ রাজধানীর উত্তরার একটি কাজী অফিস থেকে অপহৃত ছাত্রী এবং সোহেল রানা নামের এক ব্যক্তিকে আটক করে। সোহেল রানা ওই ছাত্রীর সাবেক স্বামী বলে জানা যায়। তারা দু’জনেই পুলিশের হেফাজতে রয়েছে।
গতকাল (শুক্রবার) সকালে রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল গেট থেকে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন।
পরে রাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে ওই ছাত্রীকে উদ্ধারের আল্টিমেটাম দেয়। ‘অপহৃত’ ছাত্রীটি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকায়।
এসময় তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অপহৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
এ ঘটনায় গতকাল (শুক্রবার) রাতেই নওগাঁর পত্নীতলা থেকে শিক্ষার্থীর সাবেক স্বামী সোহেল রানার বাবা জয়নাল আবেদিনকে গ্রেফতার করে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd