ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের সদর উপজেলার খাদিমপাড়ার দলইপাড়ায় অবৈধভাবে টিলাকাটার অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ট্রাক্টরও জব্দ করা হয়। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা জানান, দুপুরে ট্রাক্টরসহ টিলাকাটায় জড়িত মখলিছুর রহমান মখলিছ নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘অবৈধভাবে টিলাকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।’

Manual8 Ad Code

অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ। অংশ নেন শাহপরান মাজার তদন্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আবু রায়হান নুরসহ পুলিশ সদস্যরা।