৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী লায়েকে মারধোরের অভিযোগ : অস্বীকার করেন আবজাদ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী লায়েকে মারধোরের অভিযোগ : অস্বীকার করেন আবজাদ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর এস এম আবজাদ হোসেনের বিরুদ্ধে মারধোরের অভিযোগ তুলেছেন একই ওয়ার্ডের অপর প্রার্থী আবুল কালাম আজাদ লায়েক। গত শনিবার বেলা দেড়টার দিকে তিনি এমন অভিযোগে করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আবজাদ।

Manual8 Ad Code

ঠেলাগাড়ি প্রতীকে কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ লায়েক বলেন, মধুশহীদ এলাকাতে আমি প্রচারণা চালানোর সময় শুনতে পাই এস এম আবজাদ হোসেন ভোটারদের কাছে বিলি করছেন। এতে আমি বাধা দিলে তিনি তার লোকজন নিয়ে আমাকে মারধোর করেন। এতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। বর্তমানে চিকিৎসা নিচ্ছি।’

Manual7 Ad Code

অন্যদিকে এস এম আবজাদ হোসেন বলেন- ‘লায়েক নাটক করছে। আমার অফিসের সামনে ভোটাররা নিজেদের ভোটার স্লিপ নেয়ার জন্য আসছিলেন। সে তার লোকজন নিয়ে মহিলাদের অপদস্থ করেছে। এক পর্যায়ে আমরা এগিয়ে গেলে সে কেটে পড়ে। এখন উল্টো বলছে আমি মারধোর করেছি।’

এ ঘটনায় আবুল কালাম আজাদ লায়েক জানিয়েছেন তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দেবেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..