সুনামগঞ্জ জেলা কারাগারে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

সুনামগঞ্জ জেলা কারাগারে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা কারাগারে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবন সংলগ্ন সড়কে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী ও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

Manual4 Ad Code

মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের নির্যাতন, তাদের কাছ থেকে টাকা আদায়, নিম্মমানের খাবার সরবরাহ, রাতে ঘুমানোর সিট বাণিজ্য, কারাগারের ক্যান্টেনে পণ্যের দ্বিগুণ-তিনগুণ দাম রাখা, দর্শনার্থীদের কাছ থেকে টাকা আদায়, মাদক বিক্রয় -সেবন সহ নানা অনিয়ম ও দুর্নীতি হচ্ছে।

Manual5 Ad Code

বক্তারা আরো বলেন, কারাগারের ভেতরে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। কারাগারের দায়িত্বে থাকা কয়েক জন টাকার বিনিময়ে ভেতরে মাদক পৌঁছে দেন। নানাভাবে বন্দীদের কাছ থেকে কারাকর্তৃপক্ষ মাসে চাঁদা আদায় করেন। এসব অনিয়ম-দুর্নীতির সঙ্গে কারা কর্তৃপক্ষ এবং কারাগারের ভিতরে থাকা দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত কয়েকজন কয়েদি জড়িত। কারাগারে বন্দীদের মৌলিক অধিকার ভুলুন্ঠিত হচ্ছে। কারাগার থেকে বের হয়ে এখন প্রতিদিনই মানুষজন এসব অভিযোগ করছেন। এসব অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Manual8 Ad Code

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঞ্চালনায় মানববন্ধনে চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক হুইপ আলহাজ্ব ফজলুল হক আছপিয়া, জ্যেষ্ঠ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, অ্যাডভোকেট মো. মাসুক আলম, অ্যাডভোকেট মো. শেরেনূর আলী, অ্যাডভোকেট মো. আবদুল হক, অ্যাডভোকেট কাওসার আলম, আয়োজক সংগঠনের সহ সভাপতি আবু মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট আনিসুজ্জামান, অ্যাডভোকেট নাজিম কয়েস, অ্যাডভোকেট মো. আজমল হোসেন, অ্যাডভোকেট অ্যাডভোকেট কামাল হোসেন, মানবাধিকার কর্মী শহীদুল ইসলাম, জাবেদ নূর, আবদুল মজিদ প্রমুখ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ জেল সুপার আবুল কালাম আজাদ বলেন,‘ যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো সঠিক নয়।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..