সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
এ নিয়ে ক্রীড়াঙ্গণে শুরু হয় বিতর্ক।
শেষ পর্যন্ত মঈনুল হককে এই অপরাধে বিপিএল থেকে বহিস্কার করেছে বিপিএল কমিটি। আজ মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল। এই বহিষ্কারাদেশের ফলে বিপিএলের এবারের আসরের ম্যাচগুলোতে মাঠে প্রবেশের সুযোগ পাচ্ছেন না মঈনুল।
সিলেটে বিপিএলের ম্যাচ চলার সময় সাইডস্ক্রিনের পাশে বসে ধূমপান করতে দেখা যায় বিসিবির সম্প্রচার পার্টনার মঈনুল হক চৌধুরীকে। আইসিসি ও বিসিবির ম্যাচ চলাকালীন নিয়মকে পাত্তা না দিয়ে সিলেট পর্বের প্রায় প্রতিটি ম্যাচে মাঠে বসেই ধূমপান করেন মঈনুল হক চৌধুরী। তবে মঈনুল হক চৌধুরীর জন্য এমন বিতর্কিত কর্মকাণ্ড নতুন কিছু নয়। ২০১৬ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে মাঠেই মারামারি করতে দেখা গিয়েছিল তাকে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd