সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮
সুনামগঞ্জে প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বেপরোয়া গতির হ্যান্ডট্রলি চাঁপায় প্রাণ গেল ইয়াসিন নামের ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের।’ সে উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পুর্ব পাড়ার কৃষক খুশু মিয়ার ছেলে ও লাকমা মাদ্রাসায় পড়–য়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।’
বুধবার রাত পৌণে ৮টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর পরই কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষনা করেন।’
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের পুটিয়া গ্রামের মন্তাজ আলীর ছেলে হ্যান্ডট্রলি চালক খলিলুর রহমান লাকমা গ্রামে পাথর বোঝাই করে বেপরোয়া গতিতে ট্রলি নিয়ে পথে বুধবার ইফতারীর পুর্বে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের দক্ষিণ পার্শ্বে খেলাধুলায় থাকা শিশু ইয়াসিনকে চাঁপা দেয়।’ এতে ওই শিশু গুরুতর রক্তার্থ জখম হলে তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের লোকজন ও স্বজনরা।’
নিহত শিশুর পিতা কৃষক খুশু মিয়া বুধবার রাত ৮টায় তার শিশু সন্তান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বললেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে রাত পৌণে ৮টার দিকে নেয়ার পরপরই সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।’
তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেন রাতে জানান, ঘাতক হ্যান্ড ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd