সিলেটে টিলা কাটার দায়ে পৃথক মামলা বিএনপি নেতা এম এ হক-সহ আসামী ১৬

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

সিলেটে টিলা কাটার দায়ে পৃথক মামলা বিএনপি নেতা এম এ হক-সহ আসামী ১৬

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে টিলাকাটার দায়ে প্রবাসী বিএনপি নেতা শাহ এমএ হক-সহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সিলেট এর পরিদর্শক মো: মামুন রশিদ মামলা দুটি দায়ের করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্নর) মামলাগুলো রেকর্ডে নিয়েছে দুই থানা পুলিশ।

Manual8 Ad Code

এসএমএপি সিলেট এর এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলার আসামীরা হলেন- বিএনপি যুক্তরাজ্য পোস্টসমাউত সিটি বিএনপির সাবেক আহবায়ক ও সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের চকের আব্দুল হক (শাহ এমএ হক), সিলেট নগরের জিন্দাবাজার নিউ হক ম্যানশনের আশফাক আহমদ, এসএমপির জালালাবাদ থানার মোগলগাঁও লামাপাড়ার আলাউদ্দিন হাসু, কোম্পানীগন্জ উপজেলার পুঠামারার সুহেল আহমদ, জালাবাদ থানার বড়গুল এলাকার সিদ্দিক আলী।

Manual2 Ad Code

এসএমপির জালাবাদ থানায় দায়ের করা মামলার আসামীরা হচ্ছেন- সিলেট নগরের ৪৩, দিশারী হাওয়াপাড়ার মো: মালিকুজ্জামান, তারাপুর চা বাগানের স্টার টি স্টেট-এর ম্যনেজার ইনচীফ রিংকু চক্রবর্তী, জালাবাদ,থানার মোহাম্মদীয়া এলাকার জাবেদ আহমদ, হালেদ, জাহাঙ্গীর চেয়ারম্যান, বিল্লাল, জুবায়ের আহমদ ও রাজু আহমদ, এয়ারপোর্ট থানার দুসকি এলাকার সেলিম ও কয়েস আহমদ, সুনামগঞ্জ জেলার দিরাই থানার পেচনী গ্রামের আমির হামজা।

গত ২৯ জুন ২০২৫ থেকে তৎপরবর্তী সময়ে এসএমপি সিলেট এর জালাবাদ থানাধীন কুমারগাঁও এবং এয়ারপোর্ট থানাধীন আখালিয়া টিলারগাঁও এলাকায় একযোগে লাগাতার টিলা কর্তনের দায়ে মামলা দুটি দায়ের করা হয়।

জালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনর রশিদ ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলা দুটি রেকর্ডে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..