রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না: সিলেটে ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না: সিলেটে ধর্ম উপদেষ্টা

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রমজান মাসে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না। ভোগ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে তদারকি।

Manual2 Ad Code

বুধবার দুপুরে সিলেটের হাওড় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এ সেমিনারের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম কমে যায়, অথচ বাংলাদেশে সিন্ডিকেট করে বাড়ানো হয়। নিম্নআয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখছে এই সরকার। এ সময় ভোগ্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি মো. মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। সেমিনারে বক্তারা হাওড় এলাকার জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ে ইমামদের ভূমিকা তুলে ধরেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

………………………..