সিলেটের খাসদবিরে যুক্তরাজ্যপ্রবাসী ছাত্রলীগ নেত্রীর বাড়িতে রাতের আঁধারে হামলা-ভাঙচুর ও লুটপাট

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

সিলেটের খাসদবিরে যুক্তরাজ্যপ্রবাসী ছাত্রলীগ নেত্রীর বাড়িতে রাতের আঁধারে হামলা-ভাঙচুর ও লুটপাট

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগরীর খাসদবির এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক ছাত্রলীগ নেত্রীর পরিবারের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০২ সেপ্টেম্বর) গভীর রাত সাড়ে ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের কর্তা মোঃ মিনু খান। হঠাৎ ঘটে যাওয়া এ নির্মম ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার শিকার পরিবারের মেয়ে সুমাইয়া খান তানজিনা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি সিলেট মহানগরীর এমসি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় কয়েকজন শিক্ষার্থীকে আন্দোলনে অংশ না নিতে অনুরোধ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আন্দোলন প্রতিহত করতে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন বলেও এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে। এসব ঘটনার জেরে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে মুখোশধারী প্রায় ৮-১০ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। তারা ঘরের জানালা-দরজা ভেঙে ফেলে এবং আলমারি ও ঘরজুড়ে থাকা বেশ কিছু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। হামলাকারীরা সুমাইয়া খান তানজিনা দেশে না থাকায় তার বাবা-মাকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ করে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে হুমকি দেয়।

Manual7 Ad Code

বাধা দিতে গেলে সুমাইয়া খান তানজিনার বাবা মোঃ মিনু খানকে দা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। তার মা সৈয়দা সাজেদা বেগমও হাতাহাতি করে লাঞ্ছিত করা হয়। হামলার সময় বাড়ির নারী ও শিশু সদস্যরা আতঙ্কে চিৎকার করলে তাদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

Manual6 Ad Code

পরিবারের দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তারা নিয়মিত হুমকির মুখে রয়েছেন। অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল, মেসেঞ্জার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Manual3 Ad Code

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..