সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবন্ধী সিরাজ মিয়ার পরিবারের উপর হামলা ও ভাংচুর চালিয়েছে প্রতিবেশী প্রভাবশালী নুর ইসলামের পরিবারের লোকজন।
বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডে ইলামেরগাঁও গ্রামের বাসিন্দা প্রভাবশালী নুর ইসলাম তার লোকজন নিয়ে একটি নিরিহ পরিবারের বসত ঘরে হামলা ও ভাংচুর চালায়। এসময় একজন মহিলাকে মারধর করে। আহত মহিলার নাম শাপলা বেগম। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্তায় ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ইলামেরগাঁও গ্রামের বাসিন্দা আহত মহিলার স্বামী প্রতিবন্ধী সিরাজ মিয়া বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-০৩/তারিখ- ১৬-০৩-২০২৪ইং। এরপর থানা পুলিশের লোকজন অভিযান চালিয়ে মামলার ২নং আসামি শামীম (২৭)কে আটক করেন।
মামলায় আসামিরা হলেন, নুর ইসলাম (৫০), তার ছেলে শামীম (২৭) ও কাশিম মিয়া (২৪), মৃত মাছিম উল্লাহ এর ছেলে নাজিম আহমদ (২৫) ও ইউনুছ আলী (৪৫), মোঃ তৈমুছ আলী (৪), নুর ইসলামের স্ত্রী রাজনা বেগম (৪০) মেয়ে রাকিবা বেগম (২০)।
আহত শাপলা বেগম বলেন, আসামি নুর ইসলাম আমাদের প্রতিবেশী সে একজন খারাপ স্বভাবের লোক। নুর ইসলামের বিরুদ্ধে ইংল্যান্ডের মানচেস্টারেও একটি ধর্ষণ মামলা রয়েছে। যার রেফারেন্স নং T20167374। সে আমাদের সকল জমি সম্পাত্তি ভোগ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও আমার উপর হামলা চালিয়েছে নুর ইসলাম ও তার লোকজন। সে আমাদের এলাকা ছাড়া করতে চায়। আমারা তার হুমকি ধামকিতে অসহায়। আমি নুর ইসলামসহ তার সহযোগীদের শাস্তি চাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd