সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। এতে নগরের অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রয়েছে বন্যার শঙ্কাও। এ অবস্থায় ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ইতোমধ্যে কয়েকটি ভোটকেন্দ্রের ভেতরে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মোট ১৯০ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে ৪/৫টি কেন্দ্রে সোমবার পানি ঢুকে পড়ে। কয়েকটি ভোটকেন্দ্রের মাঠে জলবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় আরো কয়েকটি কেন্দ্র তলিয়ে যাওয়ার শংকা রয়েছে।
সোমবার দুপুরে সিলেট নগরের ভার্তখলা এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার নছিবা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও পাশ্ববর্তী আরেকটি প্রাথমিক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে। বিদ্যালয়গুলো শ্রেণিকক্ষের ভেতরেও পানি ঢুকে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে কুমারগাও এলাকার মইয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। এই তিনটি বিদ্যালয়কেই সিটি নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
ফয়সল কাদের বলেন, আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। মঙ্গলবার সকাল ১১ টা থেকে আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স হতে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হবে। আর সিসি ক্যামেরা লাগানোর কাজ আজকেই শেষ হব। মোট ১৯০ টি কেন্দের ১৩৬৭ টি কক্ষ ও কক্ষের আশপাশে ১৬শ’র অধিক সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd