সিসিক নির্বাচন : বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একাধিক ভোট কেন্দ্র

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

সিসিক নির্বাচন : বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একাধিক ভোট কেন্দ্র

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। এতে নগরের অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রয়েছে বন্যার শঙ্কাও। এ অবস্থায় ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ইতোমধ্যে কয়েকটি ভোটকেন্দ্রের ভেতরে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Manual5 Ad Code

মোট ১৯০ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে ৪/৫টি কেন্দ্রে সোমবার পানি ঢুকে পড়ে। কয়েকটি ভোটকেন্দ্রের মাঠে জলবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় আরো কয়েকটি কেন্দ্র তলিয়ে যাওয়ার শংকা রয়েছে।

Manual8 Ad Code

সোমবার দুপুরে সিলেট নগরের ভার্তখলা এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার নছিবা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও পাশ্ববর্তী আরেকটি প্রাথমিক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে। বিদ্যালয়গুলো শ্রেণিকক্ষের ভেতরেও পানি ঢুকে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে কুমারগাও এলাকার মইয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। এই তিনটি বিদ্যালয়কেই সিটি নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

Manual6 Ad Code

পানি উঠে যাওয়ায় এসব কেন্দ্রে কীভাবে ভোটগ্রহণ করা হবে এমন প্রশ্নে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, সিলেটে চার পাঁচদিন ধরে বষ্টি হচ্ছে। এতে ৪/৫টি কেন্দ্রের মাঠে পানি উঠেছে। তবে কোন কেন্দ্রের ভেতরে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি। আজকেও আমাদের সহকারি রিটার্নিং কর্মকর্তাগণ সবগুলো কেন্দ্র পরিদর্শন করেছেন।
তিনি বলেন, যেসব কেন্দ্রের মাঠে পানি প্রবেশ করেছে সেগুলোর পানি নিষ্কাষণ করে বালি ফেলে ভোটারদের দাঁড়ানোর উপযোগি করতে সিটি করপোরেশনকে বলেছি। তারা এব্যাপারে কাজ করবেন।

ফয়সল কাদের বলেন, আমাদের নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। মঙ্গলবার সকাল ১১ টা থেকে আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স হতে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হবে। আর সিসি ক্যামেরা লাগানোর কাজ আজকেই শেষ হব। মোট ১৯০ টি কেন্দের ১৩৬৭ টি কক্ষ ও কক্ষের আশপাশে ১৬শ’র অধিক সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১১২ মিলিমিটার বষ্টি হয়েছে। আর সোমবার সকাল ৬টা থেকে দপুর ১২ টা পর্যন্ত ১১১.২ মিলিমিটার বষ্টিপাত হয়েছে।
ভোটের দিনও বৃষ্টির শংকা রয়েছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজিব হােসাইন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..