সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩
তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ছয়জন ছাত্রী আহত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের দক্ষিণ পাশের পুরোনো ভবনটিতে অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
এতে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আহমদ মোয়াল্লেমা, নবম শ্রেণির ছাত্রী সুমিত্রা রায়, সাকি রায়, অষ্টম শ্রেণির পর্ণা মৈত্র, জেবিন রাহাত ও অনন্যা দে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান জানান, ছাত্রীদের মাথায় পলেস্তারা পড়ায় আঘাত লেগেছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার জানান, প্রায় ৩০ বছরের পুরোনো ভবনটির ছাদে পানি জমায় ড্যাম হয়ে গেছে। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। ভবনটি সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। দ্রুত ভবনটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি জানান, এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd